সদ্য নির্বাচিত হয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক। তিনি এখন অভিনয়শিল্পীদের নেতা। মঙ্গলবার পেছনে ফিরে তাকালেন অভিনেতা রওনক হাসান। অনন্ত হীরার জন্মদিনে নিজের শুরুর গল্পটা বললেন ফেসবুকে।
রওনক বলেন, ‘কৈশোরে থিয়েটারে যুক্ত হওয়ার পর একসময় চাকরিতে ঢুকেছিলাম। খুব ভালোও করছিলাম। কিন্তু ২৪ ঘণ্টা মাথায় নাটক নাটক আর নাটক। তাই একসময় চাকরিটা ছেড়ে দিই। ২৪ ঘণ্টা নাটক থিয়েটার করব বলে। কিন্তু বাবার চাকরি থেকে অবসর, সংসারের বড় ছেলে, সব মিলিয়ে পারছিলাম না। থিয়েটার ছেড়ে আবার চাকরিতে ঢুকে গেলাম। ’
অনন্ত হীরার কথায় চাকরি ছেড়েছিলেন উল্লেখ করে এই অভিনেতা বলেন, ‘কয়েক দিন অফিস করার পর অনন্ত হীরা ভাই আমাকে বললেন, খামাখা চাকরিবাকরির পেছনে টাইম নষ্ট করিস না, এটাই ( নাটক) তোর জায়গা, এখানেই তোর হবে। তাঁর কথা বিশ্বাস করে পরদিনই আবার চাকরি ছেড়ে দিই। বিশ্বাস করি এটাই আমার জায়গা। ’
যাঁর কথা শুনে অভিনয়ে পোক্ত হয়েছিলেন, সেই অনন্ত হীরাকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে ফেসবুকে এই ঘটনা জানালেন রওনক । লিখেছেন, ‘ভালোবাসা জানবেন হীরা ভাই। আপনার সেই সঠিক সময়ে সঠিক পরামর্শের জন্যই আমি আজকের রওনক। শুভ জন্মদিন বড় ভাই। ’