বাংলাদেশের দুইএকজন গুনী নির্মাতাদের মধ্যে অমিতাভ রেজা চৌধুরী একজন । গতকাল ৬ ফেব্রুয়ারি শনিবার গুণী নির্মাতা অমিতাভ রেজার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । ‘আয়নাবাজি’ খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর বাবা হারুন রেজা চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় মৃত্যুবরণ করেন।

অমিতাভ রেজার প্রযোজনা কোম্পানি হাফস্টপ ডাউন এই শোকের খবরটি সামাজিক মাধ্যমে জানান । বাবা হারানোর খবরে অমিতাভ রেজাকে সমবেদনা জানাচ্ছেন সহকর্মী থেকে শুরু করে চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
অমিতাভের পারিবারিক সূত্রে জানা গেছে , আজ ৭ ফেব্রুয়ারি রবিবার বাদ যোহর উত্তরা ৭ নম্বর সেক্টর জামে মসজিদে হারুন রেজা চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে সমাহিত করা হবে।