চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে ‘অসত্যের বিরুদ্ধে লড়াই’ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক জায়েদ খান। আপিল বিভাগে মামলার শুনানির দিন নির্ধারণের পর আদালত চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জায়েদ খান বলেন, ‘সারাদেশের মানুষ জানে আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। অথচ লজ্জাহীনভাবে দখল করে চেয়ারে বসে আছেন নিপুণ। আপিল বিভাগের স্থিতাবস্থা থাকার পরও নিপুণ আদালতের আদেশ অমান্য করে চলেছেন। আমি সর্বোচ্চ আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল। এ কারণে জোর করে চেয়ার দখলের কোনও ইচ্ছে নেই আমার। আমি অসত্যের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি।’

আদালতের নির্দেশ অমান্য করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসার অভিযোগে অভিনেত্রী নিপুণ আক্তারের বিরুদ্ধে জায়েদ খানের করা আদালত অবমাননার মামলার শুনানির জন্য আগামী ৫ জুন দিন নির্ধারণ করেন আপিল বিভাগ।
আদালতে জায়েদ খানের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী। অন্যদিকে নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।