অস্কারজয়ী কানাডিয়ান অভিনেতা ক্রিস্টোফার প্লামার আর নেই। ৯১ বছর বয়সে (৫ ফেব্রুয়ারি) শুক্রবার সকালে কানেকটিকাটে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন ক্রিস্টোফার প্লামার ।

ক্রিস্টোফার প্লামারকে দ্য সাউন্ড অব মিউজিকের (১৯৬৫) ক্যাপ্টেন ভন হিসেবেই চেনে সারাবিশ্ব। ১৯২৯ সালে কানাডার টরন্টোতে জন্ম হয় অভিনেতা ক্রিস্টোফার প্লামার এর । কানাডার তৃতীয় প্রধানমন্ত্রী জন অ্যাবটের বংশধর তিনি। পড়াশোনা শেষ করে যোগ দিয়েছিলেন মন্ট্রিল রেপার্টরি থিয়েটারে। সিনেমায় আত্মপ্রকাশ ১৯৫৮ সালে, ‘স্টেজ স্ট্রাক’ ছবিতে। এরপর টানা ৫০ বছর ধরে বিভিন্ন চরিত্রে অভিনয় করে করেছেন ক্রিস্টোফার প্লামারকে ।

৮২ বছর বয়সে ‘বিগিনার্স’ সিনেমার জন্য অস্কার পেয়েছিলেন ক্রিস্টোফার প্লামার। ১৯৯৯ সালে ‘দ্য ইনসাইডার’, ২০০১ সালে ‘অ্যা বিউটিফুল মাইন্ড’ তার ক্যারিয়ারে উল্লেখ্য মাইলস্টোন। ২০১১ সালে বলেছিলেন, ‘যেকোনো পেশায় অবসর মানে মৃত্যু। তাই আমি কাজ চালিয়ে যাব।’ মৃত্যুর আগপর্যন্ত অভিনয়ই করে গেছেন ক্রিস্টোফার প্লামার । বিনোদন প্রতিদিন পরিবার পক্ষ হতে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা ।