দেশের বিনোদন অঙ্গনের জাঁকজমকপূর্ণ সবচেয়ে বড় আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৩তম আসর শুরু শেষ হয়ে গেল রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে।
ঠিক সন্ধ্যা ছয়টায় শুরু হলে শুরুতে বিগত দুই বছরে করোনায় প্রয়াত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর স্বাগত বক্তব্য দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং শুভেচ্ছা বক্তব্য দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। এরপর ফেরদৌস আহমেদ ও নুসরাত ফারিয়ার পারফরম্যান্সের মধ্য দিয়ে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এবারের আয়োজনের শুরুতেই দেওয়া হয় আজীবন সম্মাননা পুরস্কার। এবার এ পুরস্কার পেয়েছেন দেশের কিংবদন্তি দুই গায়িকা রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন। তাঁদের হাতে পদক তুলে দেন আরেক কিংবদন্তি শিল্পী ফেরদৌসী রহমান। উত্তরীয় পরিয়ে দেন সংসদ সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।
এরপর একে একে তারকা জরিপ এবং সমালোচক পুরস্কার দেয়া হয়।