সবার আগে সাফা কবির বন্ধুদের মধ্যে আড্ডা, শোরগোল, হুইহুল্লোড়ে সব সময় ব্যাস্ত থাকেন। ২৯ আগস্ট আসলেই সেই সাফাকে খুঁজে পেতে বন্ধুদের অনেক বেগ পেতে হয় । কারণ, আজ তাঁর জন্মদিন। বন্ধুদের শত অনুরোধেও বিশেষ এই দিনে তিনি বাসা থেকে বের হন না।
বন্ধুদের সঙ্গে এ নিয়ে মান–অভিমান হতো। জন্মদিন উদযাপন করতে তাঁর ভালো লাগে না। দিনটা একদমই পরিবারের সঙ্গে তিনি থাকেন। কাছের অনেকেই তাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এইদিনে তাকে কেউ খুঁজে পান না।
গতকাল থেকে বিভিন্ন ফেসবুক গ্রুপে সাফার জন্মদিন পালিত হচ্ছে। জন্মদিনে পরিবারের লোকজনের দেওয়া ছোট–বড় উপহারগুলো সাফার কাছে এখনো সেরা প্রাপ্তি।
জানা গেছে , করোনার দ্বিতীয় ডোজ নিলে জ্বর ও মাথাব্যথা হতে পারে। তাই জন্মদিনটা এবার সতর্কভাবে কাটানোর পরিকল্পনা করেছেন। দ্বিতীয় ডোজ নিয়েই আবার নিয়মিত শুটিংয়ে ফিরতে চান এই অভিনেত্রী।