দেশবরেণ্য নির্মাতা-অভিনেতা আফজাল হোসেন তার নতুন চলচ্চিত্রের কাজ শুরু করেছেন। ছবির নাম ‘মানিকের লাল কাঁকড়া’।
ছবিটিতে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস, সোহানা সাবা, রিমু খন্দকার, সুজন, সামা, তানভীর সামদানিসহ অনেকে। মানিকগঞ্জের একটি জমিদার বাড়িসহ ঢাকার বেশকিছু লোকেশনে ছবিটির শুটিং শুরু হয়েছে।

উল্লেখ্য, আফজাল হোসেন এদেশের বিজ্ঞাপন, নাটক ও ডকুফিল্ম নির্মাণে পুরোধা ব্যক্তিত্ব। তার নির্দেশনায় নির্মিতব্য এই ছবিটি চলতি বছরের মাঝামাঝিতে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।