আজ অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের ৩০তম বিবাহবার্ষিকী। ১৯৯২ সালের ৮ আগস্ট তাজিন হালিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের দুই পুত্র সন্তান আরাফ আফজাল ও ঈমান আফজাল। বিবাহিত জীবন সম্পর্কে আফজাল হোসেন বলেন, ‘দেখতে দেখতে আমি আর তাজিন একসঙ্গে জীবনের ত্রিশ বছরে পা রাখলাম। এরইমধ্যে পরিবারের সদস্যরা আমাদের শুভেচ্ছা জানাতে এসেছিলেন। এটা এমন একটা দিন যা সবসময়ই আমি, আমরা নিজেদের মতো করেই কাটানোর চেষ্টা করি। এবারও যথারীতি তাই হয়েছে। তবে সবার কাছে দোয়া চাই যেন সবসময় ভালো থাকি, সুস্থ থাকি।
আফজাল হোসেন বাংলাদেশের একজন অভিনেতা, পরিচালক, চিত্রশিল্পী এবং বিজ্ঞাপন নির্মাতা ।
আজ আফজাল হোসেন ও তানজিন হালিম মনার বিবাহবার্ষিকীতে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা।