বিনোদন প্রতিদিন টীম সেদিনের পুবাইলের একটি শুটিং হাউজে । আব্দুল্লাহিল কাফি পরিচালিত স্টুডিও রংবাহার ধারাবাহিক নাটকের শুটিং চলছে ।স্টুডিও রংবাহার ধারাবাহিক নাটকটিতে অভিনয় করছেন আ খ ম হাসান, ফারজানা রিক্তা, সঞ্জীব আহমেদ, আনিসুল হক বরুণ সহ আরো অনেকেই । শুটিংয়ের অবসরে আনিসুল হক বরুণের সাথে বিনোদন প্রতিদিন টীম মুখোমুখি হয় । সাক্ষাৎকারে আনিসুল হক বরুণ এই ধারাবাহিক নাটকটি নিয়ে , কাজের ব্যস্ততা , কোন পরিচালক সবচেয়ে প্রিয় , প্রিয় অভিনেতা , প্রিয় লেখক , ব্যক্তিজীবন এরকম নানা বিষয় নিয়ে বলেন । সেই সাক্ষাৎকারটি নিয়ে বিনোদন প্রতিদিন-এর তৈরি ভিডিওচিত্রটি প্রকাশিত হলো আজ দর্শকের জন্য । চলুন দেখে নেয়া যাক