বিজেপির সংসদ সদস্য সুধীর গুপ্তা বলিউড তারকা দম্পতি আমির খান ও কিরণ রাওয়ের বিবাহবিচ্ছেদ নিয়ে তির্যক মন্তব্য করেছেন ।
বিশ্ব জনসংখ্যা দিবসে সাংবাদিকদের মুখোমুখি হন মধ্যপ্রদেশের মান্ডসৌরর এই এমপি। তিনি বলেন, আমির তার প্রথম স্ত্রী রিনাকে দুই বাচ্চাসহ ছেড়ে দিল। তারপর কিরণকে ছাড়ল এক ছেলেসহ। এবার দাদা হওয়ার বয়সে এসে তৃতীয় বিয়ের কথা ভাবছে।
সুধীর আরও বলেন, আমিররাই ভারতের জনসংখ্যা ১৩০ কোটি হওয়ার জন্য দায়ী। দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে না থাকার জন্য তার মতো মানুষরা যে দায়ী, সেটা বড়ই দুর্ভাগ্যের।