মাহমুদুন্নবী একজন খ্যাতনামা বাংলাদেশী সঙ্গীত শিল্পী। তিনি ‘আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি’, ‘সুরের ভুবনে আমি আজও পথচারী’, ‘ক্ষমা করে দিও যদি না তোমায় মনের মত গান শুনাতে পারি’, ‘গানের খাতায় স্বরলিপি লিখে বল কি হবে?’ ইত্যাদি জনপ্রিয় গানের গায়ক।
১৯৩৬ সালের ১৬ই ডিসেম্বর আজকের এইদিনে বর্তমান ভারতের বর্ধমান জেলার কাটোয়া মহকুমার কেতুগ্রাম নামক এক থানা সংযুক্ত গ্রামে মাহমুদুন্নবী’র জন্ম।
মাহমুদুন্নবী’র চার সন্তান। তারা হলেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী, শিল্পী রিদওয়ান নবী পঞ্চম ও তানজিদা নবী।
মাহমুদুন্নবী ছিলেন সহজ-সরল, মিষ্টভাষী এবং গানপাগল অভিমানী এক মানুষ। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কেবল গান-ই লালন করেছেন তার হৃদয়ে। তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে “তুমি যে আমার কবিতা, আমারও বাঁশি রাগিণী”, “তুমি কখন এসে দাড়িয়ে আছো আমার অজান্তে”, “ও গো মোর মধুমিতা”, “সালাম পৃথিবী তোমাকে সালাম দুনিয়া কে করেছো টাকার গোলাম”, “আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি” অন্যতম। মাহমুদুন্নবী বাংলাদেশের আধুনিক ও চলচ্চিত্রের গানে যে শুভ সূচনার উন্মেষ ঘটিয়েছিলেন সেই ধারাবাহিকতা আজ এই দেশের চলচ্চিত্রের গানে লক্ষ্য করা যায়না বললেই চলে।
মাহমুদুন্নবী’র জনপ্রিয় কিছু গান:
• আমি সাত সাগর পাড়ি দিয়ে- চলচ্চিত্র: আলো তুমি আলেয়া
• গানেরই খাতায় স্বরলিপি লিখে-চলচ্চিত্র: স্বরলিপি
• তুমি যে আমার কবিতা- চলচ্চিত্র: দর্পচূর্ণ
• এক অন্তবিহীন স্বপ্ন ছিল-চলচ্চিত্র: স্বরলিপি
• মনে তো পড়ে না কোন দিন-
• আমি তো আজ ভুলে গেছি সবই- চলচ্চিত্র: দি রেইন
• সালাম পৃথিবী তোমাকে সালাম-
• সুরের ভুবনে আমি আজো পথচারী- চলচ্চিত্র: হারজিৎ
• বড় একা একা লাগে তুমি পাশে নেই বলে – চলচ্চিত্র: দীপ নিভে নাই
• এই স্বপ্ন ঘেরা দিন রাখবো ধরে -চলচ্চিত্র: দর্পচূর্ণ
• তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে- চলচ্চিত্র: আবির্ভাব
• গীতিময় এইদিন সেইদিন চিরদিন রবে কি- চলচ্চিত্র: ছন্দ হারিয়ে গেল
• ওগো মোর মধুমিতা -চলচ্চিত্র: মধুমিতা
• আমি ছন্দহারা এক নদীর মত ছুটে যাই
• আয়নাতে ঐ মুখ দেখবে যখন – চলচ্চিত্র: নাচের পুতুল,
• ও মেয়ের নাম দিব কি- চলচ্চিত্র: স্বরলিপি
১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক চলচ্চিত্র দি রেইন-এ “আমি তো আজ ভুলে গেছি সবই” গানটির জন্য তিনি শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে ১৯৭৭ সালে ২য় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন
আজ ১৬ই ডিসেম্বর । খ্যাতনামা বাংলাদেশী সঙ্গীত শিল্পী মাহমুদুন্নবীর জন্মদিনে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।