সাম্প্রতিক আলোচিত অভিনেতা-সংগঠক ইলিয়াস কাঞ্চনকে এবার দেখা ইউটিউবার হিসেবে। না, কোনও অভিনয় বা কল্পকাহিনি নিয়ে নয়, হাজির হবেন সমসাময়িক বাস্তবতা ও ভাবনা নিয়ে। রাজপথ বা পর্দা, সব জায়গায় সরব ইলিয়াস কাঞ্চন তার ইউটিউব চ্যানেলের নাম রেখেছেন ‘ভয়েস অব ইলিয়াস কাঞ্চন’।
চ্যানেলটির কার্যক্রম নিয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন – পুরো গল্পটি দেখুন ভিডিওতে –