বাংলাদেশের বেসরকারি টেলিভিশন নাটকের ইতিহাসে সাবলাইম মিডিয়া একটি অন্যতম নাম । এবং প্রথম সারির নাম । আমরা বিনোদন প্রতিদিন টিমের পক্ষ থেকে তার সঙ্গে কথা বলেছি । তিনি এহসানুল আজিজ বাবু মানসম্পন্ন নাটক যেমন তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তৈরি হয়েছে । তেমনি নাটকের ইতিহাসে অন্যতম জনপ্রিয় নাটকে তার প্রোডাকশন হাউজ থেকে তৈরি হয়েছে । যেমন “রঙের মানুষ” বাংলাদেশের নাটকের ইতিহাস মানে টেলিভিশন নাটকের ইতিহাসের কথা বা জনপ্রিয়তার কথা যদি ধরা যায় তাহলে তিন-চারটি নাটকের মধ্যে অবশ্যই “রঙের মানুষ” হবে । এবং বাংলাদেশ টেলিভিশনকে যদি বাদ দেয়া যায়। আর বেসরকারি টেলিভিশনের হিসেব করা যায় তাহলে অবশ্যই সবচেয়ে জনপ্রিয় নামের মানুষ শিল্পসম্মত তার প্রতিষ্ঠানে থেকে অনেক হয়েছে “গৌড়”র মত অসাধারণ নাটক আমরা পেয়েছি । যেটা একুশে টেলিভিশনে প্রচারিত হয়েছে । “বীজ মন্ত্র” নামে অসাধারণ একটি নাটক একুশে টেলিভিশনে প্রচারিত হয়েছে । প্রযোজনা এমনি বহু জনপ্রিয় এবং শিল্পমানসম্পন্ন নাটকের পেছনের কারিগর এছানুল আজিজ বাবু, সালাউদ্দিন লাভলু, মাসুম রেজা সহ কয়েকজনের একটি সম্মিলিত প্রচেষ্টা ছিল সাবলাইম মিডিয়াকে কেন্দ্র করে । আমরা চেষ্টা করেছি তার ভেতরের কথাগুলো জানার । তিনি এখন নাটকের প্রযোজনার কাছ থেকে বেশ কিছুটা দূরে, কিছু অভিমান, কিছু অভিযোগ, অনুযোগ রয়েছে । সেগুলো কেন? সেগুলো বর্তমান নাটকের অবস্থা, বর্তমান টেলিভিশন চ্যানেলগুলোর অবস্থা এবং আগামীতে আমাদের ভাবনা কেমন হতে পারে । এসব নিয়েই বিনোদন প্রতিদিন বসে ছিল তার সঙ্গে আড্ডায় । আড্ডা’র নির্দিষ্ট অংশ কেন্দ্র করে একটি ভিডিওচিত্র তৈরি করা হয়েছে । আজ সেটি প্রকাশ হচ্ছে বিনোদন প্রতিদিন পাঠক এবং দর্শকদের জন্য । চলুন দেখে নেয়া যাক এছানুল আজিজ বাবু কি বলেন !