ওয়েব ফিল্ম ফ্র্যাঞ্চাইজির ঘোষণা দিয়েছেন অমিতাভ রেজা। নিয়েছেন পরীক্ষিত চঞ্চল চৌধুরী ও পূর্ণিমাকে। অমিতাভ রেজা চৌধুরীর প্রথম ওয়েবভিত্তিক চলচ্চিত্র সিরিজ ‘মুন্সিগিরি’ প্রযোজনা করছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। অমিতাভ রেজা বলেন, ‘স্ট্রিমিং প্ল্যাটফর্মে নির্মাতা স্বাধীনভাবে ছবি বানাতে পারেন। প্রথমেই তিনি জেনে যান যে এই সিনেমা নিয়ে তিনি কতটুকু কাজ করতে পারবেন। ওটিটিতে নির্মাতার জন্য কাজ করাটা স্বাধীন ও সহজ হয়। কারণ, ছবির পুরো বাজেট দিয়ে তিনি কাজ করতে পারেন।

নির্মাতা অমিতাভ রেজা ২০১৬ সালে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন ‘আয়নাবাজি’ নামে। চঞ্চল চৌধুরী অভিনীত সেই ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল। তবে ‘আয়নাবাজি’ থেকে আসা পুরো লভ্যাংশ নানা কারণে ওঠাতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠানটি। নানা সময়ে এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।