বরেণ্য অভিনয়শিল্পী আলমগীর ১৭ দিনের চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আজ বিকেলে।
গত ১৭ এপ্রিল কোভিড-১৯-এর দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেন আলমগীর ও রুনা লায়লা।
রুনা লায়লা জানান, করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার আগের দিন থেকে আলমগীর তাঁর খুসখুসে কাশির কথা বলছিলেন। তাই দুজনেই করোনার পরীক্ষা করান।
১৮ এপ্রিল সকালে রিপোর্ট হাতে পেলে জানতে পারেন, আলমগীর করোনা পজিটিভ, রুনা লায়লা করোনা নেগেটিভ। ওই দিন বিকেলেই ঢাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয় আলমগীরকে।
এদিকে বাড়ি ফেরার প্রাক্কালে আলমগীর জানান, বাড়ি ফেরার অনুমতি পেয়ে খুব ভালো লাগছে।’
এদিকে কে বা কারা ফেসবুকে তাঁর মৃত্যুর মিথ্যা খবর ছড়িয়ে দেয় কয়েকদিন আগে। এতে ভীষণ মর্মাহত হন তিনি, তাঁর স্ত্রী বরেণ্য কণ্ঠশিল্পী রুনা লায়লা হন ক্ষুব্ধ। এসব যারা করেছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও তখন জানান তাঁরা।