বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ভারতে বসবাস করছেন । রোববার এক টুইটে তসলিমা নিজেই তার কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার খবর জানান এবং এ নিয়ে বিস্ময় প্রকাশ করেন।
টুইটে তসলিমা লেখেন, ‘‘আমি এক বছরের বেশি সময় ধরে আমার বাড়ির বাইরে যাইনি। কাউকে আমার বাড়িতে ঢুকতেও দেইনি। বাড়িতে একটি বিড়ালের সঙ্গে আমি একা থেকেছি এবং তারপরও আমি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছি। যদি জানতে পারতাম কীভাবে আমি আক্রান্ত হলাম।”
তবে কবে তিনি পরীক্ষা করিয়েছেন বা তার শরীরিক অবস্থা এখন কেমন সে বিষয়ে তিনি টুইটে কিছু জানাননি।