বলিউডে কার্তিক আরিয়ান নামে পরিচিত হলেও তার আসল নাম কার্তিক তিওয়ারি। আজ (২২ নভেম্বর) তার জন্মদিন। জীবনের ৩১টা বসন্ত পার করে ফেললেন কার্তিক।
৯৯০ সালের ২২ নভেম্বর জন্ম বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের। বায়োটেকনলজি নিয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করতে করতেই মডেলিং শুরু করেন আরিয়ান। মডেলিং করতে করতেই পা রাখেন হিন্দি সিনেমার জগতে। ২০১১ সালে কার্তিক বলিউডে ডেবিউ করেন ‘পেয়ার কা পঞ্চনামা’ ছবিতে। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য ছবিগুলি হল ‘লুকা ছুপি’, ‘পতি পত্নী আউর ওহ’, ‘সোনু কে টিটু কি সুইটি’, ‘লাভ আজ কাল ২’।
আজ ২২শে নভেম্বর কার্তিক আরিয়ানের জন্মদিনে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।