স্বর্ণযুগে বাংলা সিনেমার প্রেক্ষাপটে ভিন্ন ঘরানার চিত্র-পরিচালকদের মধ্যে অন্যতম কিংবদন্তী ছিলেন ঋত্বিক ঘটক । আজ তাঁর ৪৫তম প্রয়াণ দিবস । কিংবদন্তী পরিচালক ঋত্বিক ঘটকের নির্মিত সিনেমাগুলো হলো নাগরিক , অজান্ত্রিক , বারী থেকে পলিয়ে , মেঘে ঢাকা তারা , কোমল গান্ধা , সুবর্ণরেখা , তিতশ একটি নদীর নাম , যুক্তি তক্কো আর গপ্পো ।

প্রয়াণ দিবসে ঋত্বিক ঘটকের স্মরণে টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জীর সামাজিক মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস । বিনোদন প্রতিদিনের পাঠকদের জন্যে স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো ।

বাংলার স্বর্ণযুগে অন্য ধারার সিনেমা তৈরিতে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। নিঃসন্দেহে, তিনি ছিলেন ওই সময়ের অগ্রণী পরিচালকদের মধ্যে একজন। সিনেমার প্রতি তাঁর দর্শন আজও আমাদের মতো চলচ্চিত্রপ্রেমী মানুষের মনে রোমাঞ্চ সৃষ্টি করে।
আজ এই কিংবদন্তীর প্রয়াণদিবসে আমি জানাই আমার অন্তরের শ্রদ্ধার্ঘ্য।
বিনোদন প্রতিদিন পরিবার পক্ষ হতে ঋত্বিক ঘটক কে স্মরণ করছি ।