গতকাল বুধবার ছিল জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন । সারা দিন অসংখ্য শুভেচ্ছা বার্তায় সিক্ত হয়েছেন তিনি। বিভিন্ন গণমাধ্যমেও কথা বলেছেন । কিন্তু সারা দিনে একবারের জন্যও কাউকে জানতে দেননি নিজের বাগদানের কথা। রাত ৯টায় নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে নিজের বাগদানের কথা জানান মিম।
নিজের ও হবু বরের সঙ্গে তোলা ছবি পোস্ট করে মিম জানিয়েছেন, তাঁদের সম্পর্কের শুরু ছয় বছর আগে। অবশেষে বাগদানের মাধ্যমে আজকের বিশেষ দিনে জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তাঁরা। কিন্তু পাত্রের নাম বা অন্য কোনো তথ্য উল্লেখ করেননি।
মিমের পারিবারিক সূত্রে জানা যায়, পাত্রের নাম সনি পোদ্দার। তিনি পেশায় একজন ব্যাংক কর্মকর্তা। সনি পোদ্দারের বাড়ি কুমিল্লায়।

গতকাল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুই পরিবারের উপস্থিতিতে মিম ও সনির বাগদান সম্পন্ন হয়। এ সময় পারিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা ও নায়ক ফেরদৌস।
আগামী বছরের শুরুতে মিম ও সনির বিয়ের অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।