বলিউডে ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফকে নিয়ে যেনো চর্চা থামছেই না। সম্প্রতি এ জুটির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বছরখানেক ধরে দুই তারকাকে একত্রে এত বেশি দেখা গেছে যে ভক্তরা মোটামুটি নিশ্চিত হয়েই গেছেন যে চুপিচুপি আংটি বদল করে ফেলেছেন তারা। এত কিছুর পরও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুলছেন না এ দুই তারকা।
এর মধ্যেই জানা গেলো নিক-প্রিয়াঙ্কার মতো উদয়পুরেই ডিসেম্বরে বিয়ে করছেন ভিকি-ক্যাটরিনা।
শোনা যাচ্ছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই নাকি চার হাত এক হবে। ইন্ডাস্ট্রির কিছু কাছের বন্ধুসহ পারিবারিকভাবে হবে বিয়ে। পরে মুম্বইতে ফিরে হবে রিসেপশন পার্টি। বিয়ের পোশাক নিয়ে মনীশ মলহোত্রার সঙ্গেও কথা একপ্রকার ফাইনাল। এবার সময় শুধু বিয়ের সানাই বাজার।
২০১৯ সালে ভিকি ও ক্যাটরিনার সম্পর্ক নিয়ে প্রথম গুজব রটেছিল। দুজনকে মুম্বাইতে একত্রে ডিনারে দেখা গিয়েছিল। সেদিনই সবাই মোটামুটি নিশ্চিত হয়ে যায়, তাদের মধ্যে রোমান্টিক সম্পর্ক গড়ে উঠেছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস