ক্যারিয়ারের ২৫ নম্বর এই সিনেমার দিয়েই চলচ্চিত্র পরিচালনা থেকে বিদায় নেবেন তিনি। ফিরে যাবেন গ্রামে। ঢাকাই ছবির অন্যতম সফল পরিচালক মালেক আফসারী। নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি। নাম না ঠিক করা ছবির চিত্রনাট্য সবে তৈরি হচ্ছে। ঈদের পর ঘোষণা করবেন সিনেমার নাম ও শিল্পীদের তালিকা।
মালেক আফসারী বলেন, ‘প্রত্যেকটা মানুষের তো এক জীবনে স্বপ্ন থাকে আমার সেই রকমের স্বপ্ন ছিল এক জীবনে ২৫টা সিনেমা বানাবো। আমার ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। এই বছরের শেষদিকে সিনেমাটির শুটিং করবো। সেভাবে প্রস্তুতি নিচ্ছি। এই ছবির মাধ্যমে আমার চলচ্চিত্র জীবনের ইতি টানবো। আর জীবনে কখনো ছবি তৈরি করবো না। ২৫ নাম্বার সিনেমাটিই হতে যাচ্ছে আমার পরিচালক জীবনের শেষ সিনেমা। এই সিনেমার কাজ শেষ করে নোয়াখালীতে আমার গ্রামে বাড়ি ফিরে যাব। সেখানে বাকি জীবন কাটাবো। কৃষিকাজ করবো। কৃষক হিসেবে জীবন-যাপন করবো। সেই পরিকল্পনাই করেছি। তাছাড়া আমি কয়েকদিন আগে নোয়াখালী একটা বাড়ি তৈরির কাজ শুরু করেছি। দোয়া করবেন। যেন আমার আশা পূরণ হয়।’
সিনেমা নির্মাণে অনেকদিন তাকে দেখা না গেলেও সম্প্রতি ইউটিউবার হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। হয়েছেন সমালোচিতও।