‘আয়নাবাজি’ সিনেমা খ্যাত পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর প্রথম ওয়েবফিল্ম ‘মুন্সিগিরি’।

‘আয়নাবাজি’ ছবির আয়না, অর্থাৎ অভিনেতা চঞ্চল চৌধুরী আর পূর্ণিমাকে নিয়ে ওয়েবফিল্ম ‘মুন্সিগিরি’ বানাবেন অমিতাভ রেজা চৌধুরী। বাংলা ওয়েব চলচ্চিত্রের ইতিহাসের বড় একটি ব্যাপার । দেশি রহস্যগল্পে বাংলাদেশে নির্মিত হবে অমিতাভ রেজা চৌধুরীর প্রথম ওয়েবভিত্তিক চলচ্চিত্র সিরিজ। প্রথম সিনেমার পর নির্মিত হবে দ্বিতীয় ও তৃতীয় সিনেমা। যেভাবে বড় পর্দার জন্য হলিউডে হয়েছিল ‘দ্য অ্যাভেঞ্জার্স’, বলিউডে ‘ধুম’ কিংবা টালিউডে ‘ফেলুদা’। ওয়েবের জন্য সে রকম এক বাংলা সিনেমা সিরিজ ‘মুন্সিগিরি’ ।

‘মুন্সিগিরি’ কথাসাহিত্যিক শিবব্রত বর্মনের উপন্যাস ‘মৃতেরাও কথা বলে’ অবলম্বনে বানানো হবে। মুন্সিগিরির চিত্রনাট্য লিখেছেন নাসিফ আমিন। চঞ্চল চৌধুরী ও পূর্ণিমা ছাড়াও এতে অভিনয় করবেন আরও বেশ কজন তারকা অভিনয়শিল্পী। এখনই তাঁদের নাম প্রকাশ করে চমক ভাঙতে চাননি নির্মাতা অমিতাভ । শিগগিরই শুরু হবে এর শুটিং। এ বছরই মুক্তি পাবে ছবিটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে ।