বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে পক্ষগুলোর করা আবেদনগুলো শুনানির জন্য ৫ জুন দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ। গতকাল সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ শুনানির এ দিন ঠিক করেন।
গত ২৫ এপ্রিল আপিল বিভাগ আবেদনগুলোর শুনানি ২৩ মে পর্যন্ত মুলতবি করেন। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি কার্যতালিকায় ওঠে।

গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন সাধারণ সম্পাদক পদে জয়ী হন অভিনেতা জায়েদ খান। কিন্তু তার প্রার্থিতা বাতিল হলে অভিনেত্রী নিপুণকে জয়ী ঘোষণা করা হয়। তবে শেষ পর্যন্ত বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। জায়েদ ও নিপুণ পরস্পরের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছেন। এদিন আদালত চত্বরে জায়েদ নিপুণ দুজনই নিজেদেরকে সঠিক বলেও দাবি করেছেন।

আদালতের শুনানীতে নিপুণের পক্ষে অংশ নেন ব্যরিস্টার রোকন উদ্দিন মাহমুদ এবং জায়েদ খানের পক্ষে ছিলেন ব্যরিস্টার নাহিদ সুলতানা যুথি