জয়া আহসান, দিনে দিনে নিজেকে বদলে ফেলা এক অনুভূতির নাম যার বিচরন এখন দেশের গন্ডি পেরিয়ে বিশ্বময়। আজ তাঁর জন্মদিন। জন্মদিনে তাঁকে একরাশ শুভেচ্ছা।
জয়ার প্রথম ক্ষেত্র টিভি। ‘স্ক্রিপ্টরাইটার’ ‘সংশয়’, ‘পলায়নপর্ব’, ‘চৈতা পাগল’ বা ‘তারপরও আঙুরলতা নন্দকে ভালোবাসে’। এমন অনেক ভাললাগা নাটকের নাম দর্শকদের ভুলে যাবার কথা নয়। সেই প্রিয় ছোট পর্দা প্রায় ছেড়েই দিলেন একদিন।
লম্বা একটা রেসের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ট্র্যাকের নাম বড় পর্দা। ‘ব্যাচেলর’, ‘ডুবসাঁতার’, ‘গেরিলা’, ‘চোরাবালি’র ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি টু’, ‘জিরো ডিগ্রি’ এরপর জয়া আবারও নিজেকে বদলে ফেললেন, অভিনয় শুরু করলেন ভারতের পশ্চিমবঙ্গের সিনেমায়। সেখানে মুক্তি পেল ‘আবর্ত’, ‘রাজকাহিনী’, ‘ঈগলের চোখ’, ‘ভালোবাসার শহর’, ‘বিসর্জন’।
জয়া আহসানের জীবনের নতুন বাঁক ‘দেবী’। অভিনয়ের পাশাপাশি এখানে তিনি প্রযোজকও।
জন্মদিনে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে জয়ার জন্য শুভকামনা ও অভিনন্দন।