গত সপ্তাহে প্রকাশ পেয়েছে ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ সিরিজের ট্রেলার। সেটি দেখে বোঝাই যাচ্ছে এ সিরিজে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন এই নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
মলিন মুখ। চেহারায় হতাশার ছাপ। আধো আলোতে দাঁড়িয়ে আছেন। দেখে কিছুটা আন্দাজ করা যাচ্ছে জীবনের কঠিন বাস্তবতায় দাঁড়িয়ে আছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। রবিবার নিজের প্রথম ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’-এর প্রথম পোস্টার সামনে এনেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম পোস্টার শেয়ার করে মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘যদি কখনো পিছিয়ে আসতে দেখো, ভেবোনা সেটা তার পরাজয় মেনে নেয়া! লক্ষ্যে ছুটে যাওয়ার আগে তীরকেও তো পিছিয়ে আসতে হয়! দেখুন মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম ওয়েব সিরিজ ‘লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান’। জুলাই ৯ থেকে শুধুমাত্র জি ফাইভে! এখনই ডাউনলোড করুন জি ফাইভ অ্যাপ!’
প্রথম ওয়েব সিরিজে নতুন পুরোনো একঝাক তারকা অভিনয় করেছন। তাদের মধ্যে মামুনুর রশীদ, আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, হাসান মাসুদ, সাবেরী আলম, পার্থ বড়ুয়া, মুকিত জাকারিয়া, ইরেশ যাকের, নুসরাত ইমরোজ তিশা, তাসনিয়া ফারিণ, মারিয়া নূর, শরাফ আহমেদ জীবন প্রমুখ।