সদ্য নির্বাচিত ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর ২য় বার করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল তাঁর রিপোর্ট এসেছে। আগেরদিন বাসায় এসে নমুনা নিয়ে যায় টেস্টের জন্য। কয়েকদিন থেকেই তিনি নানা রকম শারীরিক জটিলতায় ভুগছেন। মাথা ব্যাথা, শরীর ব্যাথা, প্রচন্ড জ্বর এবং সর্বশেষ ডায়রিয়া শুরু হলে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বিনোদন প্রতিদিন এবং স্কাইবাংলা মিডিয়ার নতুন ওটিটি প্লাটফর্ম সৌখিন ডট টিভির তিনি অন্যতম একজন। তাঁর সার্বক্ষণিক খোঁজ খবর রাখা হচ্ছে। আপাতত তিনি মোহাম্মদপুরের বাসাতেই আইসোলেশানে আছেন। হাসপাতালে ভর্তির মত ক্রিটিকাল অবস্থা নেই তাঁর। শারিরিক দূর্বলতার কারনে কথা বলাতে স্বাচ্ছন্দবোধ করছেন না সাগর। টেলিভিশন অন্তঃপ্রাণ সাগর সবার শুভকামনা চেয়েছেন। আমরা বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকেও তাঁর দ্রুত আরোগ্য কামণা করছি।
