তার কন্ঠে যেন যাদু আছে ! প্রায় আটশতাধিক গান তার একবারেই মুখস্থ।জন্মান্ধ, জন্মের পর থেকে পৃথিবীর আলো তার দেখা হয়নি তার।অসহায় দরিদ্র পরিবারের এই ছেলেটির নাম মোঃ সোহেল।এলাকাবাসী তাকে চিনেন অন্ধ সোহেল নামে।আটশতাধিক গান তার কিভাবে মুখস্থ হলো সেই উত্তরটা জানলেও আপনি বিস্মিত হবেন। অবাক বিস্ময়ে তাকিয়ে থাকবেন তার দিকে।
ক্যাসেটে, রেডিও, টেলিভিশনে গান শুনে শুনে ঠিক ওইরকমভাবেই তিনি গাইতে পারেন, মুগ্ধ করতে পারেন শ্রোতাদের।পেশা বলতে ভিক্ষাবৃত্তি, কিন্তু তার ভিক্ষার চেহারাটা একটু আলাদা।কন্ঠের জাদু দিয়ে, কন্ঠের অসাধারন সুর দিয়ে শ্রোতাদের মুগ্ধ করে যা পান, তা সমাজের চোখে ভিক্ষাবৃত্তি, কিন্তু একজন সোহেলের চোখে সম্মানের, গৌরবের। সোহেলের একটিমাত্র আশা, শিল্পী হিসেবে নাম কুড়াতে চান, অনেক বড় শিল্পী হতে চান। কথায় বলে দরিদ্রদের নাকি স্বপ্ন দেখতে নেই। স্বপ্নের পুরোটায় বর্গা নিয়েছেন সমাজের উচুতলার মানুষগুলো, যাদের চোখে সোহেল একজন ভিক্ষুক।