রাশেদ মামুন অপু, সময়ের আলোচিত অভিনেতা । এই সময়ে হঠাৎ করেই দুই তিনটা ওয়েবের কাজের মাধ্যমে তিনি আবারও আলোচনায় এসেছেন । একটা দীর্ঘ সময় জুড়ে রাশেদ মামুন অপুর নামটা ভুলে গিয়ে দর্শক তাকে চিনতেন “তোতামিয়া” হিসেবে । এবার অন্য প্লাটফর্মে অন্যভাবে নবাব এলএলবি, জানোয়ার, কসাই সহ বেশ কিছু আলোচিত কাজের মাধ্যমে নতুনভাবে দর্শকের কাছে তিনি আবির্ভূত হয়েছেন । কেমন ছিল তার নতুন কাজ, আগের কাজ, আগের জীবন, সেই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ঢাকায় অভিনয় জীবনে আসা এবং আজকের তারকা রাশেদ মামুন অপু? শুটিং স্পটে তার সঙ্গে সেই আড্ডায় বসেছিল বিনোদন প্রতিদিন টীম । আড্ডা’র নির্বাচিত অংশ নিয়ে বিনোদন প্রতিদিনের তৈরি ভিডিওচিত্র প্রকাশিত হলো আজ বিনোদন প্রতিদিনের দর্শকদের জন্য । চলুন দেখে নেয়া যাক –