ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরছিল বলিউডে; কিন্তু ফের করোনায় বদলে গেছে পরিস্থিতি। তাই জন্মদিনে কথা রাখতে পারলেন না দীপিকা পাড়ুকোন। জমকালো অনুষ্ঠান আর হলো না। তবে তাঁর নতুন ছবি ‘গহরাইয়াঁ’র পোস্টার তিনি এই দিন উপহার দিলেন ভক্তদের।
গত বুধবার দীপিকার ৩৬তম জন্মদিন ছিল । এদিনই ইনস্টাগ্রামে ছবির পোস্টার শেয়ার করলেন নায়িকা। লিখলেন, ‘যাঁরা আমাদের এত ভালোবেসেছেন তাঁদের জন্য জন্মদিনে একটা ছোট্ট উপহার।’ স্বাভাবিকভাবেই চোখের নিমেষেই ভাইরাল হয়ে গেছে পোস্টটি। শকুন বাত্রা পরিচালিত এই ছবিটি জানুয়ারির শেষ সপ্তাহেই মুক্তি পাওয়ার কথা ছিল।

কিন্তু এই পরিস্থিতিতে সেই দিন খানিকটা পিছিয়ে করা হলো ১১ ফেব্রুয়ারি। হলে নয়, ছবিটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে আমাজন প্রাইমে। ছবি ঘিরে ইতিমধ্যেই প্রত্যাশা জেগেছে ।