পরীমনির তথাকথিত মম নির্মাতা চয়নিকা চৌধুতী গ্রেফতার হয়েছেন পান্থপথ থেকে। ডিবি পুলিশ তাকে আটক করেছে বলে জানা গেছে।
গতকাল থেকেই নানাভাবে শোনা যাচ্ছিল পরীমনির ব্যাপারে অনেক কিছুই জানেন বলে চয়নিকা গ্রেফতার হতে পারেন। সামাজিক মাধ্যমে লক্ষ লক্ষ ট্রল শুরু হয়েছিল পরীমনির গ্রেফতারের পর।
আজ ৬:৩০ মিনিটে পান্থপথে তার গাড়ি থামিয়ে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
প্রায় আধাঘন্টা গাড়ি থামিয়েও চয়নিকা গাড়ির দরজা খুলেননি এবং কিছুটা ধস্তাধস্তিও চলে। তারপর নারী পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় ডিবির প্রধান কার্যালয়ে। ধারনা করা হচ্ছে পরীমনি রিমান্ডে চয়নিকা চৌধুরীকে নিয়ে চমকপ্রদ তথ্য দেয়ার পর এই গ্রেফতার। ডিবির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ সংক্ষিপ্ত আকারে হলেও গণমাধ্যমকে এমন ইংগিত দিয়েছিলেন। কিন্তু সেখানে তিনি নাম প্রকাশ করেননি।