নন্দিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ‘মনপুরা’ চলচ্চিত্র দিয়ে দর্শককের মনে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি। সর্বশেষ ‘স্বপ্নজাল’ সিনেমা দিয়েও প্রশংসিত হয়েছেন।
তার নতুন সিনেমা ‘পাপপূণ্য’ রয়েছে মুক্তির অপেক্ষায়৷ সেলিম জানান, এটি তিনি সিনেমা হলেই মুক্তি দিতে চান।
গিয়াসউদ্দিন সেলিম বলেন, ‘করোনা পরিস্থিতি ভালো হবে সেই অপেক্ষায় আছি৷ আমি ‘পাপপুণ্য’ সিনেমা হলেই মুক্তি দিতে চাই৷ বাকিটা সময় ও পরিস্থিতির উপর নির্ভর করছে।’
এ নির্মাতা নতুন কাজ শুরু করতে যাচ্ছেন। সেটি হবে ওয়েব সিরিজ। দেশীয় একটা প্লাটফর্মের জন্য সিরিজটি নির্মাণ করবেন তিনি। বর্তমানে এর স্ক্রিপ্ট তৈরি করছেন।
তবে ওয়েব সিরিজটির নাম ও শিল্পী তালিকা নিয়ে এখনই কিছু বলতে চান না গিয়াসউদ্দিন সেলিম। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সব তথ্য জানাবেন তিনি।