চলচ্চিত্র পরিচালক শফিকুর রহমান আর নেই।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে তিনি ঢাকার ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফেসবুকে শতাব্দী লিখেছেন, চলচ্চিত্র পরিচালক আ স ম শফিকুর রহমান রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত ৯:৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
শতাব্দী ওয়াদুদ বলেন, “আমার দেখা কাজ পাগল এবং অত্যন্ত ভালো মানুষ ছিলেন শফি ভাই।”
চলচ্চিত্র পরিচালক মুরাদ পারভেজও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।