‘ব্ল্যাক উইডো’ দিয়ে মার্ভেল স্টুডিওজের সঙ্গে স্কারলেট জোহানসনের সম্পর্কের শুরু। সম্পর্কের সমাপ্তিও হতে পারত এই চরিত্র। কারণ, চুক্তি ভেঙে ‘ব্ল্যাক উইডো’ ছবিটি অনলাইনে চালানোর অভিযোগ এনে মার্ভেলের মূল প্রতিষ্ঠান ডিজনির বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিলেন এই হলিউড তারকা। ‘ব্ল্যাক উইডো’ স্ট্রিমিং প্ল্যাটফর্মে চালানোয় বিপুল পরিমাণ আয় থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করেছিলেন ছবির কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী স্কারলেট।

পরে অবশ্য আদালতের বাইরেই তাঁর সঙ্গে ঝামেলাটা চুকিয়ে ফেলে ডিজনি। অনেকেই ভেবেছিলেন, স্কারলেটের সঙ্গে এরপর আর সম্পর্ক রাখবে না ডিজনি। কিন্তু এখন দেখা যাচ্ছে, পুরোনো সম্পর্কের পাশাপাশি এই হলিউড অভিনেত্রীর সঙ্গে এখন নতুন সম্পর্কে জড়াতে যাচ্ছে মার্ভেল পরিবার। আর এ খবর জানিয়েছেন খোদ মার্ভেল স্টুডিওজের প্রেসিডেন্ট কেভিন ফাইগি।
আমেরিকান সিনেমাথেক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গত বৃহস্পতিবার রাতে কেভিন ফাইগি বলেন, মার্ভেলের একটি গোপন প্রকল্পে প্রযোজক হিসেবে ফিরেছেন স্কারলেট। বেভারলি হিলটন হোটেলের ওই অনুষ্ঠানে মঞ্চে কেভিন বলেন, ‘আমরা প্রযোজক হিসেবে স্কারলেটের সঙ্গে ব্ল্যাক উইডোর বাইরে মার্ভেলের খুব গোপন একটি প্রকল্পে কাজ করছি।’
কেভিন ফাইগি আরও বলেন, ‘আমাদের সময়ের সবচেয়ে মেধাবী, বহুমুখী ও প্রিয় একজন অভিনেত্রী স্কারলেট। “আয়রনম্যান টু” ছবিতে হলওয়ে যুদ্ধের প্রস্তুতির জন্য মহাকাব্যিক ট্রেনিং সেশন থেকে শুরু করে “অ্যাভেঞ্জার্স: এন্ডগেম”–এর বিশ্বজুড়ে প্রেস ভ্রমণ হয়ে “ব্ল্যাক উইডো” ছবিতে প্রযোজক হিসেবে তাঁর সঙ্গে কাজ করা সত্যিই আনন্দের। স্কারলেট, আপনার সঙ্গে কাজ করা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে।’
কেভিন ফাইগি জানান, স্কারলেট প্রথম অভিনয়শিল্পী, যিনি ‘ব্ল্যাক উইডো’র মাধ্যমে মার্ভেল স্টুডিওজের ছবি প্রযোজনা করেছেন। তিনি আরও বলেন, ‘আমাদের প্রথম দিকের মিটিংগুলো থেকেই পরিষ্কার হয়ে যায় যে এই ছবিতে গল্পটি কীভাবে বলা হবে, তা নিয়ে তাঁর একটা ভিশন ছিল।’