যুক্তরাষ্ট্র সাবেক সফল প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামার প্রযোজনা প্রতিষ্ঠান ‘হায়ার গ্রাউন্ড প্রোডাকশন’।

প্রেসিডেন্ট থেকে প্রযোজক ওবামার ‘হায়ার গ্রাউন্ড প্রোডাকশন’ থেকে ছয়টি নতুন প্রোজেক্ট আসছে জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে। ‘হায়ার গ্রাউন্ড প্রোডাকশন’ এর নতুন ছয় প্রোজেক্টের চারটি সিনেমা এবং দুটি সিরিজ হবে বলে জানা গেছে । আগামী কয়েক বছরে মুক্তি পাবে এই ছয় প্রজেক্ট।

নেটফ্লিক্স বিবৃতিতে বলেছেন – নতুন প্রজেক্টগুলো নির্মাণের নানা ধাপে রয়েছে।
নতুন প্রজেক্টগুলোর মাঝে আছে মহসিন হামিদ এর উপন্যাস ‘এক্সিট ওয়েস্ট’ অবলম্বনে সিনেমা। এছাড়াও আছে সাইন্স ফিকশন সিনেমা ‘স্যাটেলাইট’ এবং বিয়ের ঘটনা নিয়ে সিনেমা ‘দ্য ইয়ং ওয়াইফ।’
‘হায়ার গ্রাউন্ড প্রোডাকশন’-এর তরফ থেকে কিছুদিন আগে অ্যানিমেটেড প্রি স্কুল সিরিজ ‘অ্যাডা টুইস্ট, সাইন্টিস্ট’ এবং কমেডি সিরিজ ‘দ্য জি ওয়ার্ড উইথ অ্যাডাম কনোভার’ ঘোষণা দেয়া হয়েছিল।