‘বন্ড গার্ল’ খ্যাত হলিউড অভিনেত্রী তানিয়া রবার্টস আর নেই । ৬৫ বছর বয়সী তানিয়া রবার্টস ৩ জানুয়ারী রবিবার মৃত্যুবরণ করেন । তিনি ১৯৮৫ সালের ‘অ্যা ভিউ টু অ্যা কিল’ ছবিতে রজার মুরের বিপরীতে বন্ড গার্ল ‘স্ট্যাসি সুত্তোন’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি ।

পোষা কুকুরকে নিয়ে বড়দিনের সন্ধ্যায় হাঁটতে বের হয়েছিলেন তানিয়া রবার্টস। বাড়ি ফেরার পথে অজ্ঞান হয়ে যান। তাকে হাসপাতালে নেয়া হয় এবং ভেন্টিলেটরে রাখা হয়। অভিনেত্রীর মুখপাত্র তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে।
‘অ্যা ভিউ টু অ্যা কিল’ ছাড়াও তানিয়া রবার্টস ‘দ্যাট সেভেন্টিজ শো’ করেও জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এছাড়াও অভিনয় করেছেন ‘নাইট আইজ’, ‘ইনার স্যাংকটাম’, ‘লিগ্যাল টেন্ডার’, ‘অলমোস্ট প্রেগন্যান্ট’ সহ বেশ কিছু ছবিতে।

তানিয়া রবার্টসের সর্বশেষ সিনেমা ছিল ১৯৯৪-এর ‘ডিপ ডাউন।’
বিনোদন প্রতিদিন পরিবার পক্ষ হতে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা ।