আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী চঞ্চল মাহমুদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। শনিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।
চঞ্চল মাহমুদ এর আগে ৪ বার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন চঞ্চল মাহমুদ। শনিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে দ্রুত ধানমন্ডির একটি হাসপাতালে নেওয়া হয়। আজ তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে আইসিইউতে নেওয়া হয়।
দেশের মডেল ফটোগ্রাফির অগ্রপথিক হিসেবে পরিচিত আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। তার ক্যামেরায় বন্দি হয়েছেন সালমান শাহ, মৌসুমী, শাবনূর, পপি, নোবেল, তানভিন সুইটি, শমী কায়সার, বিপাশা হায়াত, আফসানা মিমিসহ দেশের জনপ্রিয় বহু তারকা।