বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় চলতি মাসেই হতে যাচ্ছে ভারতের দুটি উৎসব। ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ শিরোনামের এই আয়োজন দুটিতে দেখানো হবে সাম্প্রতিক আলোচিত হওয়া দেশের ৩৫টি চলচ্চিত্র।
উৎসব দুটি হবে ভারতের আগরতলা ও গুয়াহাটিতে। ২১ থেকে ২৩ অক্টোবর ‘২য় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব, আগরতলা’, ও ২৪ থেকে ২৯ অক্টোবর ‘প্রথম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব, গুয়াহাটি’ আয়োজিত হবে।
জানা যায়, চলতি মাসেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উৎসবের জন্য চলচ্চিত্রগুলো চূড়ান্ত করে।
ছবিগুলো হলো- ‘হাসিনা: আ ডটারস টেল’, ‘জিরো ডিগ্রি’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘আমি ও আইসক্রিম ওয়ালা’, ‘জালালের গল্প’, ‘অনিল বাগচীর একদিন’, বাপজানের বায়স্কোপ’, ‘কৃষ্ণপক্ষ’, ‘আয়নাবাজি’, ‘তুখোড়’, ‘ভুবন মাঝি’, ‘সত্তা’, ‘রাজনীতি’, ঢাকা অ্যাটাক’, ‘হালদা’, ‘অন্তর জালা’, ‘আঁখি ও তার বন্ধুরা’, ‘গহীন বালুচর’, ‘পুত্র’, পোড়ামন-২’, ‘জান্নাত’, ‘দেবী’, ‘ফাগুন হাওয়া’, ‘যদি একদিন’, ‘আবার বসন্ত’, ‘কালো মেঘের ভেলা’, ‘মনের মতো মানুষ পাইলাম না’, ‘ন’ডরাই’, ‘মায়া দ্য লাস্ট মাদার’, ‘গণ্ডি’, ‘বিশ্বসুন্দরী’, ‘গোর’, ‘উনপঞ্চাশের বাতাস’ ‘গেরিলা’ ও ‘রূপসা নদীর বাঁকে বাঁকে’।
জানা যায়, বাংলাদেশি চলচ্চিত্র বিদেশে তুলে ধরতেই এমন আয়োজন। যেখানে মূল ধরার বাণিজ্যিক ছবির পাশাপাশি বিকল্প ধারাও স্থান পেয়েছে।