বাউল শফি মন্ডল এবং গীতিকার সুরকার মিল্টন খন্দকার – দুইজন দুই ভূবনের বাসিন্দা। একজন বাউল গান নিয়ে, লালনের বানী নিয়ে এখন বিশ্ব ভ্রমণ করছেন। আরেকজন বাংলাদেশের এক সময়ের সবথেকে জনপ্রিয় গীতিকবি ও সুরকার হিসেবে মনির খানের মতো বহু তারকা শিল্পীর জন্ম দিয়েছেন। দুই ভূবনের দুই বাসিন্দা একসাথে বসেছিলেন আড্ডায় বিনোদন প্রতিদিনের স্টুডিওতে। খোলামেলা অনেক মজার কথা বলেছেন একে অপরকে। প্রায় ঘন্টাব্যাপী সেই আড্ডা নিয়ে বিনোদন প্রতিদিনের বিশেষ বৈঠক খানার ভিডিওচিত্র দর্শকদের জন্য নির্মিত হয়েছে। নির্মাণের কারিগর ছিলেন বিনোদন প্রতিদিনের প্রধান সম্পাদক, নাট্যকার, নির্মাতা শিমুল সরকার।