বিনোদন প্রতিদিনকে পরিচালক এস এ হক অলিকের শুভেচ্ছা (ভিডিও)
বিনোদন প্রতিদিন মানে আমি মনে করি আমাদের বিনোদন প্রতিদিন । শুভেচ্ছা শুভকামনা সবকিছুই এবং ভালো লাগা তো অবশ্যই আছে । কারণ নিজেদের কিছু মানুষ এইটার (বিনোদন প্রতিদিন) সাথে সম্পৃক্ত। আমরা অনলাইন পোর্টাল টেলিভিশন এবং পত্রিকা এগুলোর সাথে প্রতিমুহূর্তে কাজ , চলাফেরা করি । সেক্ষেত্রে বিনোদন প্রতিদিন একটু আলাদা মনে হয়েছে আমার কাছে কারণ হচ্ছে এটার (বিনোদন প্রতিদিন) সাথে সম্পৃক্ত যে মানুষগুলি তারা আমাদের।তার মানে আমাদের মনের কথাটা তারা জানেন এবং আমাদের মনের কথাগুলি প্রতিদিন বা প্রতিমুর্হূতে এর মাধ্যমে দর্শকের কাছে পৌঁছানোর ব্যবস্থা তারা করবেন । ভালোবাসা আবারও এবং পূর্ণ সহযোগীতা থাকবে এবং পূর্ণ সহযোগিতা নিয়ে পথ চলা অনেক দূর পর্যন্ত যাবে এটাই আমার বিশ্বাস ।