বিনোদন প্রতিদিনের পথ চলায় অভিনেতা ও নির্মাতা রওনক হাসানের শুভেচ্ছা (ভিডিও)
আসলে খুব ভালো বিনোদন পত্রিকা আমাদের দেশে নেই বোধ হয় । শুধুই বিনোদন নিয়ে কাজ করে এমন পত্রিকা আছে বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না ।তো সেই জায়গা থেকে অবশ্যই এটি খুবই ভালো একটি উদ্যোগ এবং আমার কাছে মনে হয় যে বিনোদন প্রতিদিন যদি তাদের কাছে এবং তাদের ফোকাসটি এবং আমাদের ইন্ডাস্ট্রির ভালো-মন্দ এবং কোন পথে গেলে আমাদের ইন্ডাস্ট্রি ভালো হবে । আরো ভালো জায়গায় যাবে , সেই জায়গা গুলো নিয়ে যদি কাজ করে এবং সত্য নিষ্ঠ সংবাদ প্রকাশ করে ।আমরা প্রায় সময় দেখি যে অনেক সময় অনেকে বায়াস্ট হয়ে একটু পক্ষে বিপক্ষে চলে যায় ।যেটি ভালো কাজ নয় সেটিকে অনেক ভালো কাজ হিসেবে অনেক প্রোপাগান্ডা হয় প্রচার হয়, প্রচারনা হয় । আবার কোন শিল্পীকে নিয়ে হয়তো তিনি ভালো কাজ করেন না এবং হয়তো একটি বিশেষ জায়গা অবস্থান করেন না তারপরও তাকে এভাবে ফোকাস করে তাকে সেই জায়গায় পৌঁছে দেয়ার চেষ্টা। এগুলো আসলে আমার কাছে মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির জন্য, দেশের জন্য, মানুষের জন্য , সবকিছুর জন্য ক্ষতিকর। বস্তুনিষ্ঠ এবং সত্যনিষ্ট সংবাদ এবং আমাদের যে পথে এগোলে আমরা আরো অনেক বেটার ইন্ডাস্ট্রি করতে পারবো সেই পথটা নিয়ে কাজ করলেই বোধ হয় আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের প্রত্যাশা পূরণ হবে । আমি চাইবো যে বিনোদন প্রতিদিন সেই লক্ষ্যেই কাজ করবে।