বিনোদন প্রতিদিন টিম পুবাইলের একটি শুটিং স্পট বিলবিলাই এ রওনক হাসান পরিচালিত ”বিবাহ হবে’’ ধারাবাহিক নাটকের সেটে । সেখানে গিয়ে দেখা যায় বিয়ে নিয়ে হচ্ছে হুলুস্থুল কান্ড । ধারাবাহিক নাটক ”বিবাহ হবে’’ তে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, রওনক হাসান, অপর্ণা ঘোষ, সালহা খানম নাদিয়া, অ্যালেন শুভ্র, আহ্সান হাবিব নাসিম, ইন্তেখাব দিনার , সুজিত শিমুল প্রমুখ। চলুন দেখে নেয়া যাক ’শুটিং এর অবসরে’ র ”বিবাহ হবে’’