বিতর্কিত কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেল একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করে ইতিমধ্যেই সমালোচিত। সম্প্রতি তার সঙ্গে করা বছরে ১২টি গান প্রকাশের চুক্তিও বাতিল করেছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক। এ ছাড়া নানা বিতর্কের পর ১৭ মে সোমবার একজন বিনোদন সাংবাদিককে অপহরণের হুমকি দিয়েছেন বিতর্কিত নোবেল।
এ পরিপ্রেক্ষিতে তাকে সতর্ক করে নিন্দা জ্ঞাপন করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি ৷ তাকে বয়কটের ঘোষণা দিচ্ছেন সংগীতাঙ্গনের অনেকে ৷ সবশেষে নোবেল ‘অমানুষ’ সিনেমার টাইটেল গান থেকে পড়েছেন।
১৭ মে সোমবার রাতে নোবেলকে বেয়াদব আখ্যায়িত করে তাকে দিয়ে অমানুষ সিনেমার গান গাওয়ানো হবে না বলে জানান নির্মাতা অনন্য মামুন।
বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে অনন্য মামুন বলেন, ‘বেয়াদবকে দিয়ে আমার অমানুষ সিনেমার টাইটেল সং করার কথা ছিল, বাদ। এটাই আমার প্রতিবাদের ভাষা।’
প্রসঙ্গত ,অনন্য মামুনের ‘অমানুষ’ সিনেমায় জুটি হয়ে অভিনয় করছেন নীরব ও মিথিলা।