দুই বাংলার কৌতুক অভিনেতা ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। ‘ঢাকার ভানু’ নামে তাঁর ছিলো দারুণ পরিচিতি । ১৯৮৩ সালের ৪ মার্চ ৬২ বছর বয়সে মারা যান ভানু বন্দ্যোপাধ্যায় । আজ তাঁর ৩৮তম প্রয়াণ দিবস।

‘ঢাকার ভানু’র আসল নাম সাম্যময় বন্দ্যোপাধ্যায়। ভানু বন্দ্যোপাধ্যায় ১৯২০ সালের ২৬ আগস্ট বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে ‘জাগরণ’ ছবির মধ্য দিয়ে অভিনয়জীবন শুরু হয় ভানু বন্দ্যোপাধ্যায়ের । অভিনয়জীবনে মোট ২৩১টি ছবিতে অভিনয় করেছেন।ভানু বন্দ্যোপাধ্যায়ের অন্যতম কয়েকটি সিনেমাগুলো হলো ‘গল্প হলেও সত্যি’, ‘জমালয়ে জীবন্ত মানুষ’, ‘মৃতের মর্তে আগমন’, ‘সাড়ে ৭৪’ । ‘বন্দিশ’ ও ‘এক গাঁও কি কাহানি’ নামে দুটি হিন্দি ভাষার সিনেমাও করেছিলেন ভানু ।

বিনোদন প্রতিদিন পরিবার পক্ষ হতে ভানু বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করছি ।