ভয়াবহ বন্যার কবলে পড়েছে সিলেট ও সুনামগঞ্জবাসী। বন্যার ভয়াবহতার ছবি ও ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
এসব ছবি ও ভিডিও দেখে যে কেউ শিউরে উঠবেন। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বন্যার্তদের ছবি ও ভিডিও দেখে শিউরে উঠেছেন এবং করেছেন দোয়া প্রার্থনা।

জয়া আহসান ফেসবুক পেইজে এসব ছবি প্রকাশ করে একটি স্ট্যাটাস দেন। তিনি লিখেছেন: ‘দেশের একটি বিভাগের প্রায় ৮০ শতাংশ ডুবে যাওয়ার মতো বন্যা এর আগে বাংলাদেশে হয়নি। সিলেট ও সুনামগঞ্জের ভয়াবহ বন্যা পরিস্থিতির ছবি ও ভিডিও দেখে শিউরে উঠছি! ঝুঁকি এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে ইলেক্ট্রিসিটি, ইন্টারনেট এমনকি দেশের অন্যান্য জায়গা থেকেও তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন।

এই পরিস্থিতিতে হৃদয়ের অন্তঃস্থল থেকে সকলের জন্য প্রার্থনা করছি, শীঘ্রই প্রকৃতির এই ভয়াবহতা কেটে যাক, সিলেট ও সুনামগঞ্জের সকল মানুষ, পশুপাখি সুরক্ষিত থাকুক।’

প্রশাসনের সঙ্গে সাধ্যমতো বন্যার্তদের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন এই অভিনেত্রী। সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।