রীতিমতো নেট প্র্যাকটিস শুরু করে দিয়েছেন অফিসের ছাদে । পরনে ছাই রঙের টি-শার্ট, চোখে চশমা। ভরপুর রোদে ছাদে ব্যাটিংয়ে মগ্ন আমির খান। ক্রিকেট খেলার সেই ভিডিওটি পোস্ট করে তিনি বললেন, ‘২৮ তারিখে একটা গল্প শোনাব।’ পাশাপাশি এ–ও বললেন, ‘আইপিএলে কি আমার সুযোগ হবে?’ সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল এ ভিডিও। ভক্তরা কিন্তু ক্রিকেটার আমিরকে দেখে বেজায় খুশি।
ইনস্টাগ্রামের ভিডিওতে দেখা গেছে আমিরের অফিসের ছাদের তিন পাশে মুড়ে দেওয়া হয়েছে নেট দিয়ে। আর সেখানে ধুমধাড়াক্কা শট মেরে চলেছেন আমির খান। ইনস্টাগ্রামে এ ভিডিও দেখে ভক্তরা নানান মন্তব্য করেছেন।

অনেকে লিখেছেন ‘লাগান’-এর কথা মনে পড়ে গেল। একজন লিখেছেন, ‘“লাল সিং চাড্ডা”র প্রোমোশন’। সঙ্গে স্মাইলি। আবার আরেকজন লিখেছেন, ‘সত্যি তো? দেখুন আমরাও জানি কী বলবেন আপনি।’ অনেকেই বলছেন, ২৮ এপ্রিল প্রকাশ্যে আসবে ‘লাল সিং চাড্ডা’র ফার্স্ট লুক, তারই আভাস দিলেন আমির খান।

তাঁর শেষ ছবি ‘ঠগস অব হিন্দুস্তান’ মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। বিগত দুই দশকে আমির খানের কোনো ছবি এতটা ফ্লপ হয়নি। তাই ‘লাল সিং চাড্ডা’ হিট হওয়ার আশায় বুক বেঁধেছেন তারা। যেখানে রয়েছেন কারিনা কাপুর খান। এটি হলিউডের আইকনিক সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি সংস্করণ।