বাংলাদেশ পথনাটক পরিষদের উদ্যোগে বরেণ্য নাট্যজন মান্নান হীরার স্মরণ সভা অনুষ্ঠিত হলো আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে। করোনা ভীতি উপেক্ষা করে স্বাস্থ্যবিধি মেনে অগণন সংস্কৃতিকর্মী আজ মিলিত হয়েছিলেন প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানাতে।

তিনটি পর্বে আয়োজিত এ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল আলোকশিখা প্রজ্জ্বালন ও পুষ্পার্ঘ্য অর্পণ। বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের প্রধান উপদেষ্টা মঞ্চসারথী আতাউর রহমানের নেতৃত্বে জাতীয় আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ এসময় শ্রদ্ধা জ্ঞাপন করেন মান্নান হীরার প্রতিকৃতিতে। উপস্থিত ছিলেন শাহাদাৎ হোসেন নিপু, মাসকুর-এ-সাত্তার কল্লোল, আবু নাছের মানিক, মজুমদার বিপ্লব, মাসুম আজিজুল বাসার, জয়ন্ত রায়, রতন কুমার দাস, ফয়জুল্লাহ সাঈদ, মুনা চৌধুরী, নাইমা রুম্মান, মামুন প্রামাণিক, অনিকেত রাজেশ, মিসবাহিল মোকার রাবিন, মাসুদ রানা প্রমুখ। সংসদের যুগ্ম আহ্বায়ক ড. শাহাদাৎ হোসেন নিপু মান্নান হীরা স্মরণে আবৃত্তি করেন