চলতি মাসের শেষের দিকে ছবিটির বাংলাদেশ অংশের শুটিং হওয়ার কথা আছে। হলিউড ও ঢালিউডের যৌথ প্রযোজনায় ‘মাসুদ রানা’ সিরিজের প্রথম বই ‘ধ্বংস পাহাড়’ থেকে ‘এম আর নাইন’ সিনেমা তৈরি হচ্ছে। গত ১৪ মে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হয়েছে ছবিটির শুটিং। ছবিটি পরিচালনা করছেন মার্কিন বংশোদ্ভূত বাংলাদেশি প্রযোজক ও পরিচালক আসিফ আকবর। বাংলাদেশের শুটিং শুরুর আগে গল্পের চিত্রনাট্য সংশোধন করতে বলল যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি। ৭ জুন চিত্রনাট্য পড়ার পর বেশ কয়েকটি জায়গায় সংশোধনী দিয়েছে তারা। তবে ছবির বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার আবদুল আজিজ বলছেন, চিত্রনাট্য কোনো কিছু পরিবর্তন করে কাজ করা যাবে না। তাহলে গল্পের আবেদন কমে যাবে।

প্রিভিউ কমিটির অন্যতম সদস্য সোহানুর রহমান সোহান বলেছেন, ‘গল্পের এক জায়গায় “টিএলএফ” নামে একটি জঙ্গিগোষ্ঠী কাপ্তাই বাঁধ উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে। এখানে কাপ্তাই বাঁধের নাম পরিবর্তন এবং জঙ্গিগোষ্ঠীর নাম না রাখার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া কিছু সন্ত্রাসী কার্যকলাপের সংলাপ কেটে দিতে সিদ্ধান্ত হয়েছে। গল্পে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি।’
চিত্রনাট্য সংশোধন করে কাজ করতে রাজি নয় প্রযোজক আবদুল আজিজ। তিনি জানান, ‘আমি এখনো চিঠি হাতে পাইনি। সংশোধনীর জায়গায়গুলো শুনেছি। এই গল্পের কোনো কিছু পরিবর্তন করে কাজ করা যাবে না। গল্পের মধ্যেই থাকতে হবে। কারণ, গল্পে কাপ্তাই বাঁধ আছে, সেটা পরিবর্তন করলে তো গল্প থাকল না।’ তিনি আরও বলেন, ‘এটি একটি জনপ্রিয় গল্প। গল্প পরিবর্তন করে ফেললে “মাসুদ রানা” তো আর থাকল না। মাসুদ রানার গল্প পড়ে আমার নিজেরও বেড়ে ওঠা। এই গল্প ঘিরে অনেকের আবেগ কাজ করে। সুতরাং পরিবর্তন করে কাজ করতে চাই না। এখন তো হলিউডের অংশের কাজ চলছে যুক্তরাষ্ট্রে। প্রয়োজন হলে ওখানেই ছবির কাজ শেষ করে ফেলব। পরবর্তী সময়ে আমদানি-রপ্তানি নীতিমালায় এ দেশে ছবিটি আনা গেলে এখানে মুক্তি দেবো তবু চিত্রনাট্য পরিবর্তন করবো না’