গানের নতুন রিয়্যালিটি শো নিয়ে আসছে কালার্স বাংলা। আর তাতে রয়েছে একের পর এক চমক। এই প্রথমবার এরকম কোনও রিয়্যালিটি শো সঞ্চালনার দায়িত্ব পালন করবেন মীর আফসার আলী ।
মীর আফসার আলী ভারতীয় বাংলা গণমাধ্যমের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব । প্রাথমিকভাবে তার খ্যাতি মূলত উপস্থাপক হিসেবে। ডিডি বাংলার নিউজ প্রোগ্রাম খাস খবর-এর মাধ্যমে টেলিভিশনে প্রথম আবির্ভাব হলেও জি বাংলায় প্রচারিত আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান মীরাক্কেল-এরমাধ্যমেই তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তিনি বর্তমানে রেডিও মিরচিতে কর্মরত আছেন ।