সময়ের জনপ্রিয় অভিনেত্রী জুঁই করিম বিনোদন প্রতিদিনের সাথে একান্ত সাক্ষাৎকারে বলেছেন তার এবং মোশাররফ করিমের জীবনের নানা অজানা তথ্য। তাদের প্রেম, বিয়ে, মোশাররফ করিমের তারকা হয়ে উঠার অজানা গল্প বিনোদন প্রতিদিন এর দর্শকদের জন্য আসছে পহেলা জুন। আজ পুবাইলের একটি শুটিং স্পটে জুঁই করিম বসেছিলেন এই একান্ত আলাপচারিতায়।