বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে সবচেয়ে বড় উপাধি হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার। প্রতিবছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পীরা অধীর আগ্রহে অপেক্ষা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য।

করোনা মহামারির জন্য এইবার উপস্থিত থাকতে পারেননি না প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তাই এ বছর অন্য রকম আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পুরস্কার প্রদানের অনুষ্ঠান। মহামারির কারণে সীমিত পরিসরে আয়োজন করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি ।
আজ রোববার সকাল ১০টায় ঢাকার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯-এর আসর। এবার ২৬টি শাখায় শিল্পী, কলাকুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রকে এ পুরস্কার প্রদান করা হয়েছে । যৌথভাবে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে অভিনয়শিল্পী সোহেল রানা ও সুচন্দাকে।